আমবাসা, ১৪ মে : মালিকের ঘরেই হাত সাফাই করল ভাড়াটিয়া৷ চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ গ্রেফতার করা হয়েছে ভাড়াটিয়া যুবককে৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার আমবাসা থানার অধীন নতুনপল্লী এলাকায়৷ ধৃত যুবকের নাম সমীর দাস৷
আমবাসা থানার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার নতুনপল্লী এলাকার বাসিন্দা রাজীব দেব থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তাঁর বাড়িতে চুরি হয়েছে৷ তিনি বাড়িতে ছিলেন না৷ পরিবারের অন্যান্য লোকজনও ছিলেন না৷ পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে৷ তদন্তে উঠে আসে বাড়ির ভাড়াটিয়া সমীর দাসের নাম৷ পুলিশ সন্দেহজনকভাবে তাকে আটক করে৷ জিজ্ঞাসাবাদে সমীর দাস চুরির ঘটনা স্বীকার করে৷ তার স্বীকারোক্তি অনুযায়ী তার হেপাজতে থাকা চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য তিন লক্ষ টাকা৷ অভিযোগ পাওয়ার ছয় ঘন্টার মধ্যেই পুলিশ সাফল্য পেয়েছে৷