বিলোনিয়া, ৯ মে : অবশেষে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানাধীন উত্তর ভারতচন্দ্র নগর বাজারে ২৪ টি দোকানে এক রাতে দুঃসাহসিক চুরির ঘটনার ৭২ ঘন্টার মধ্যে বড়সড় সফলতা পেল বিলোনিয়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে দুই কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার অন্তর্গত ভবানীপুর মুনাটিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নয়ন বর্মন (২১) এবং টুটন বর্মন (১৫)কে চুরি যাওয়া নগদ অর্থ ও জিনিসপত্র সহ গ্রেফতার করে নিয়ে আসে বিলোনিয়া থানার পুলিশ। দুই চোর সম্পর্কে আপন বড় এবং ছোট ভাই।
জানা গিয়েছে, গোটা পরিবারই চুরির সাথে যুক্ত। চুরির ঘটনা হওয়ার পর ৭ মে বিলোনিয়া থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করে। মামলার নম্বর হল ৩০/২৫। নয়ন এবং টুটন এই দুই ভাইকে গ্রেফতারের পর পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে শুক্রবার বিলোনিয়া আদালতে সোপর্দ করা হয়।
দক্ষিণ জেলার পুলিশ সুপার মরিয়া কৃষ্ণ সি বিলোনিয়ার জনগণকে আশ্বস্ত করেন যে পুলিশ সদা জাগ্রত রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুলিশ পেট্রোলিং বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই নাগরিকরা যাতে নিশ্চিন্তে থাকেন ভয় না পান। এই চুরির সাথে আর কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।