পুলিশের দাবড়ানিতে মুহুরী নদীতে ঝাঁপ, হদিশ পাচ্ছে না এনডিআরএফ

বিলোনিয়া, ৬ মে : মদ বিরোধী অভিযানে পুলিশের দাবড়ানিতে পালিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার বনকরের গাঙ্গাইল রোড এলাকায়৷ স্থানীয় মুহুরী নদীতে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির নাম অর্জুন দাস৷ বয়স সাত্রিশ৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷

মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যারাতে পুলিশের একটি টিম গাঙ্গাইল রোড এলাকায় মদ বিরোধী অভিযান চালায়৷ এলাকাটি মহুরী নদী সংলগ্ন৷ সেখানে প্রতিদিন কিছু লোক মদের আসর বসায়৷ এই খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়৷ পুলিশের দাবড়ানিতে যে যেদিকে পারে ছুটে পালায়৷ অর্জুন দাস সহ আরও এক যুবক পালিয়ে মুহুরী নদীতে ঝাঁপ দেয়৷ ওই যুবক নদী থেকে উঠে পালিয়ে যায়৷ কিন্তু, অর্জুন দাস নদীর জলে তলিয়ে যায়৷

মুহুর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে৷ ফায়ার সার্ভিস, দুর্যোগ মোকাবিলা টিম সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে৷ সোমবার রাত থেকে বুট নিয়ে তল্লাসি চলানো হয় মুহুরী নদীতে৷ মঙ্গলবার বিকাল পর্যন্ত কোন হদিশ পাওয়া যায়নি অর্জুন দাসের৷ তল্লাসি জারি রয়েছে৷ উদ্ধারে নামানো হয়েছে ইন্ডিয়া রেপ টিম। এদিকে, পেশায় রাজমিস্ত্রি অর্জুন দাসের পরিবারের লোকজন নদীর পারে বসে চিৎকার করছেন৷ গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?