তেলিয়ামুড়া, ৩ মে : বেপরোয়া ম্যাক্স গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন বাবা ও ছেলে৷ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অধীন মহারানীপুর এলাকায়৷ স্থানীয় জনগণ ওই ম্যাক্স গাড়ির চালককে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে৷
আহত বিপ্লব চক্রবর্তী জানিয়েছেন, ছেলেকে সারদাময়ী স্কুল থেকে নিয়ে চাকমাঘাটস্থিত বাড়িতে যাচ্ছিলেন তিনি৷ মহারানীপুর এলাকায় একটি বেপরোয়া ম্যাক্স গাড়ি তাদের স্কুটিতে ধাক্কা দেয়৷ তাতে তিনি ও তাঁর ছেলে রাস্তার উপর ছিটকে পড়ে যান৷ অন্যদিকে চালক দ্রুত গাতিতে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পথে নেতাজীনগর এলাকায় ট্রাফিক পোস্টের সামনে অন্য আরেকটি গাড়িতে ধাক্কা দেয়৷
সেখানে উপস্থিত জনগণ গাড়িটি আটক করতে সক্ষম হয়৷ গাড়ির চালককে আটক করে উত্তম মধ্যম দেওয়া হয়৷ পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে থানায় নিয়ে যায়৷ দুর্ঘটনায় আহত বিপ্লব চক্রবর্তী এবং তাঁর স্কুলপড়ুয়া ছেলেকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷