অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। ফের মাঠে গড়াবে ব্রাজিল বনাম আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ বাছাইপর্বের স্থগিত হওয়া ম্যাচটি। সোমবার ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দিয়েছে ফিফা।
গত সেপ্টেম্বরে সাও পাওলোতে মুখোমুখি হয় দুই লাতিন চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শুরুর অল্প কিছুক্ষণ পর কভিড-১৯ বিধিনিষেধ ভাঙার অভিযোগে লা আলবিসেলেস্তেদের চার খেলোয়াড়কে ধরতে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। যার ফলে পণ্ড হয়ে যায় ম্যাচটি।
এখন ফিফা এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, দুই দলের ম্যাচটি পুনরায় মাঠে গড়াবে। তবে কবে হবে এখনো সিদ্ধান্ত হয়নি। অবশ্য ব্রাজিল ম্যাচটি আয়োজন করতে পারবে না। দুই দল খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। কোয়ারেন্টিন না মেনে মাঠে নেমে পড়ায় আর্জেন্টিনার যে চার খেলোয়াড়কে নিয়ে ম্যাচটিতে ঝামেলা বাঁধে তাদেরকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। এই চারজনই ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়।
কোয়ারেন্টিন না মেনে ব্রাজিল সফরে গিয়েছিল তারা। সেই সঙ্গে দুই দেশের ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে ফিফা। ব্রাজিলকে ৫ লাখ ৪০ হাজার ডলার এবং আর্জেন্টিনাকে ২ লাখ ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত বছরের ৫ সেপ্টেম্বর দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু খেলা গড়ানোর সাত মিনিট পরই ম্যাচটি বন্ধ হয়ে যায়।
কোয়ারেন্টিন নিয়ম না মেনে মাঠে নেমে পড়ায় আর্জেন্টিনার চার খেলোয়াড়কে গ্রেপ্তার করতে মাঠে ঢুকে পড়ে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। এমন ঘটনায় আলোচনার ঝড় বয় ফুটবল বিশ্বে। কনমেবল অঞ্চল থেকে ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাছাইপর্বে ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।