স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ নভেম্বর।।প্রতিবেশির আক্রমণে মৃত্যু হলো এক ব্যক্তির৷ মৃত ব্যক্তির নাম তপন দাস৷ ঘটনাটি ঘটেছে লেফুঙ্গার বাগবাড়ি এলাকায়৷
জানা যায়, সোমবার দুপুর বারোটা নাগাদ বাগবাড়ি এলাকায় রাস্তার পাশে মদমত্ত অবস্থায় বসেছিল স্বপন সরকার৷ আর সে সময় তপন দাস রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা স্বপন সরকারকে আক্রমণ করে বসে৷
তপন দাসের মাথায় কাঠের টুকরো দিয়ে আঘাত করে৷ ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তপন দাস৷ এলাকাবাসী তপন দাসকে জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন৷
মৃতের পরিবারের অভিযোগ স্বপন সরকার লেইক চৌমুহনি বাজারের মাংস বিক্রেতা৷ মদমত্ত অবস্থায় প্রায়ই এলাকার মানুষের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়৷
কিন্তু সোমবার তপন দাসকে একা পেয়ে কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে৷ তপন দাস পেশায় গাড়ি চালক৷ পুলিশ অভিযুক্ত স্বপন সরকারকে আটক করেছে৷
এলাকাবাসীর দাবি পুলিশ অভিযুক্ত স্বপন সরকারের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করুক৷ পুলিশ মৃতদেহ ময়না তদন্রে পর পরিবার-পরিজনদের হাতে তুলে দেয়৷ পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷