স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।।
খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। খেলাধুলার মানোন্নয়নে ও প্রসারে রাজ্য সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
আজ যতনবাড়িস্থিত এক যতন কুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কারামন্ত্রী রামপ্রসাদ পাল একথা বলেন। তিনি বলেন, শুধু ফুটবল বা ক্রিকেট খেলাই নয়, সব খেলার প্রসারের জন্যই রাজ্য সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক রঞ্জিত দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করবুক ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অসীম ত্রিপুরা, করবুক মহকুমার মহকুমা শাসক এল ডার্নং, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহসভাপতি জয়লাল দাস, যুব সংঘের সম্পাদক রামু সরকার, সভাপতি সুজিত দে ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। আজ ফাইনাল খেলায় যতনবাড়ি ভিলেজের বৈদ্যবাড়ি ফুটবল দল ২-০ গোলে নতুনবাজার ভিলেজের লেইপেদাপাড়া ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়।
খেলার শেষে কারামন্ত্রী বিজয়ী দলের হাতে ট্রফি ও পনেরো হাজার টাকার প্রাইজমানির চেক তুলে দেন। বিধায়ক রঞ্জিত দাস বিজিত দলের হাতে ট্রফি ও ১০ হাজার টাকা প্রাইজমানির চেক তুলে দেন।