অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। ঘর ভাঙল ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের। তার স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় ইনস্টাগ্রামে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছেন। ফলে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটল এই জুটির।
২০১২ সালে মেলবোর্নে আয়েশা-ধাওয়ানের বিয়ে হয়। তাদের এক পুত্র সন্তানও রয়েছে।
পেশায় কিক-বক্সার আয়েশা। এর আগে আস্ট্রেলিয়ার এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিল তার। সেই সম্পর্ক টেকেনি। বিচ্ছেদের পরেই ধাওয়ানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আয়েশা।
আয়েশার আগের পক্ষের দুই মেয়েকে ধাওয়ান নিজের কন্যা হিসেবে স্বীকৃতি দেন। ধাওয়ান ও আয়েশার জোরাভর নামে একটি ছেলে রয়েছে।
তবে বিচ্ছেদ নিয়ে এখনো কিছু জানাননি ভারতীয় দলের ওপেনার ধাওয়ান।