অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। পেশাদারি ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন জুভেন্টাস ও এসি মিলানের সাবেক স্ট্রাইকার মারিও মানজুকিচ। দুই বছর আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন এই ক্রোয়াট তারকা।কাতারিয়ান ক্লাব আল-দুহেইলে এক মৌসুম কাটানোর পর চলতি বছরের জানুয়ারিতে মিলানের হয়ে সিরি’আয় ফিরেছিলেন মানজুকিচ। কিন্তু সান সিরোতে সময়টা ভালো কাটেনি তার।মিলানের হয়ে মাঠে নামতে পারেন মাত্র ১১ ম্যাচে। চোটের কারণে দীর্ঘসময় বেঞ্চে বসে সময় কাটাতে হয় ৩৫ বছর বয়সী স্ট্রাইকারকে।
তার প্রভাবে পেশাদারি ক্যারিয়ার আর দীর্ঘায়িত না করার সিদ্ধান্ত মানজুকিচের। ইনস্টাগ্রামে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।ভলসবুর্গ ছেড়ে বায়ার্ন মিউনিখ। ২০১৪ সালে বাভারিয়ানদের ছেড়ে অ্যাতলেতিকো মাদ্রিদ। আর ওয়ান্দা মেত্রোপোলিতানো থেকে ২০১৫ সালে জুভেন্টাসে যোগ দেন মানজুকিচ।
ইতালিতে তিনি চারটি লিগ শিরোপা ও চারটি কোপা ইতালিয়া জিতেছেন। বায়ার্ন মিউনিখের জার্সিতে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ এবং দুটি বুন্দেসলিগা।এ ছাড়া ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেল ক্রোয়েশিয়ার স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মানজুকিচ। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে গোলও করেন তিনি।