অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট।। শ্রীলঙ্কা দলে ফিরেছেন দিনেশ চান্দিমাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য ৩১ বছর বয়সী ব্যাটসম্যান-উইকেটরক্ষককে ২২ সদস্যের স্কোয়াডে রেখেছে জাতীয় দলের নির্বাচকেরা।এ ছাড়া লঙ্কান দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান কুশল পেরেরা। কভিড-১৯ পজিটিভ হওয়ার পর আইসোলেশন পর্ব শেষ করে স্কোয়াডের অংশ হলেন তিনি।এই বছরের মার্চ-এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি চান্দিমালকে।
এ ছাড়া শ্রীলঙ্কার স্কোয়াডে রয়েছেন তিন নতুন মুখ লাহিরু মাধুশঙ্খ, মহেশ থিনশানা, পুলিনা থারাঙ্গা। দলের নেতৃত্বে থাকবেন দাসুন শানাকা এবং তার সহকারী হিসেবে থাকবেন ধনাঞ্জয়া ডি সিলভা।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা ২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সব ম্যাচ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের এটিই শেষ সিরিজ।
শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), ধনাঞ্জয়ান ডি সিলভা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, আভিষ্কা ফের্নান্দো, ভানুকা রাজাপাক্ষে, পাথুন নিশানকা, চারিথি আসালাংকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, নুয়ান প্রদীপ, বিনুরা ফার্নান্দো, দুষ্মন্ত চামিরা, আকিলা ধনাঞ্জয়া, প্রভীন জয়াবিক্রমা, লাহিরু কুমারা, লাহিরু মাধুশঙ্খ, পুলিনা থারাঙ্গা, মহেশ থিকশানা।