অনলাইন ডেস্ক, ৯ আগস্ট।। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করলেন। সোমবার বিকালে এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা শীর্ষক একটি উচ্চপর্যায়ের আলোচনাপর্বে সভাপতিত্ব করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি।
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার বলেন– ‘এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের সভাপতিত্ব করবেন।’ রবিবার মোদি নিজেই টু্ইট করে তাঁর সভাপতিত্বের বিষয়টি প্রকাশ করেন। বলেন– ‘৯ আগস্ট বিকেল সাড়ে ৫টায় সমুদ্র নিরাপত্তা বৃদ্ধি– আন্তর্জাতিক সহযোগিতার জন্য একটি বিষয় নিয়ে রাষ্ট্রসংঘের উচ্চস্তরীয় আলোচনার সভাপতিত্ব করব।’
এই আলোচনাসভায় মূলত কার্যকরীভাবে সামুদ্রিক অপরাধ এবং নিরাপত্তাহীনতা মোকাবিলার উপায় এবং সামুদ্রিক অঞ্চলে সমন্বয় জোরদার করার বিষয়ে ঐকমত্য তৈরির চেষ্টা চালানো হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন– ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি শিলোম্বো এবং মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
উল্লেখ্য– ভারতের প্রথম কোনও প্রধানমন্ত্রী হিসাবে মোদি এই সম্মানজনক পদে বসলেন। তবে ভিডিয়ো কনফারেন্সেই চলেছে এই আলোচনাসভা। সমুদ্রপথের নিরাপত্তা বাড়াতে কী করা উচিত– বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় কীভাবে বাড়ানো যায়– তা নিয়ে সভায় আলোচনা হয়েছে শীর্ষনেতাদের মধ্যে। অতীতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সমুদ্র নিরাপত্তা এবং সমুদ্র অপরাধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রস্তাব পাস করলেও এই প্রথমবার– এ ধরনের উচ্চস্তরের সভায় সামুদ্রিক নিরাপত্তার মতো একটি বিশেষ ইস্যুতে বিস্তারিত আলোচনা হল।