অনলাইন ডেস্ক, ২৮ জুন।। ইউরো কাপে বড় অঘটনের জন্ম দিল চেক রিপাবলিক। তাদের শিকার হয়ে শেষ ষোলোতেই থামতে হলো নেদারল্যান্ডসকে।
রবিবার বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটি ২-০ গোলে জিতে নিয়েছে চেক রিপাবলিক। তমাস হোলেস প্রথমে এগিয়ে দেন দলকে। পরে ব্যবধান দ্বিগুণ করেন পাত্রিক শিক।
৫৫ মিনিটে ম্যাথিয়াস দি লিখটের লাল কার্ডে এলোমেলো নেদারল্যান্ডস আর গুছিয়ে উঠতে পারেনি। দি লিখট লাল কার্ড দেখেন ইচ্ছাকৃতভাবে হ্যান্ডবল করে। রেফারি ভিএআরে দেখে সিদ্ধান্ত জানান। এর ১৩ মিনিটের মাথায় গোল হজম করেন নেদারল্যান্ডস। তমাস হোলেস বল জালে জড়ান। ৮০ মিনিটে তার এসিস্ট থেকেই ব্যবধান ২-০ করেন শিক।
আধ ঘণ্টারও বেশি সময় ১০ জন নিয়ে খেলা নেদারল্যান্ডস এর আগে সুযোগ তৈরি করেছে বেশ ক’টি। কিন্তু কাজে লাগাতে পারেনি কোনোটাই।
প্রথমার্ধে গোলের সুযোগ নষ্ট করে চেক রিপাবলিকও। কোনো মতে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয় নেদারল্যান্ডস। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডস ও চেক রিপাবলিকের মধ্যে লড়াই জমে উঠে। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে বারবার প্রতিপক্ষের গোলমুখে ঢুকে পড়ে কমলা জার্সিধারীরা। অন্যদিকে সাদা পোশাকে মাঠে নামা চেকরা বারবার গতি সঞ্চার করে নেদারল্যান্ডসের ডিফেন্সে কাঁপন ধরাতে থাকে।
এর মধ্যেই দি লিখটের ওই লাল কার্ড। আর এরপর তো চেকদের আক্রমণ রুখতে দিশেহারা হয়ে পড়ে নেদারল্যান্ডস। শেষমেষ মাঠ ছাড়তে হায় হার নিয়েই। শেষ আটে শনিবার ডেনমার্কের মুখোমুখি হবে চেক রিপাবলিক।