রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করবেন ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা প্রভাস, সীতা কৃতি শ্যানন

অনলাইন ডেস্ক, ২৬ মে।। ‘রামায়ণ’-এর গল্পকে পর্দায় ফুটিয়ে তুলতে একের পর এক মাঠে নামছেন বলিউডের পরিচালক, প্রযোজকের দল। আগামী বছর আবার এই মহাকাব্যকে ভিন্ন আঙ্গিক থেকে পরিবেশন করা হবে দু’টি ছবিতে।

তার মধ্যে একটি ‘তানাজী’ ছবি খ্যাত ওম রাউত পরিচালিত ছবি ‘আদিপুরুষ’। যে ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করবেন ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী অভিনেতা প্রভাস, সীতার চরিত্রে কৃতি শ্যানন এবং রাবণ-এর ভূমিকায় সাইফ আলী খান।

এবার শোনা গেল ‘বাহুবলী’ ছবি সিরিজ খ্যাত গল্পকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদের লেখা চিত্রনাট্যের ওপর ভিত্তি করে ‘রামায়ণ’-এর ঘটনাকে দর্শকদের সামনে হাজির করতে চলেছেন পরিচালক অলৌকিক দেশাই। এই ছবির নাম হতে চলেছে ‘সীতা’। ছবিতে রামায়ণের ঘটনাকে দর্শকদের সামনে পেশ করা হবে সীতার দৃষ্টিভঙ্গি থেকেই।

সেই সূত্রে আরও জানা গেছে, ছবিতে সীতার ভূমিকায় অভিনয়ের জন্য কারিনা কাপুর এবং আলিয়া ভাটের মধ্যে যেকোনো একজন অভিনেত্রীকে প্রস্তাব দিতে পারেন ছবির নির্মাতারা। পাশাপাশি আরও জানা গেছে এই ছবিতে রাবণের ভূমিকায় অভিনয়ের জন্য ইতিমধ্যেই নাকি প্রস্তাব দেওয়া হয়েছে রণবীর সিংকে।

শোনা যাচ্ছে, আকাশছোঁয়া বাজেটের অঙ্কে তৈরি হতে চলেছে এই ছবি। ছবির ধরন ধারণ নাকি প্রায় টেক্কা দেবে ‘বাহুবলী’-কেই!  ‘সীতা’-র চরিত্রে কারিনা বা আলিয়া নিয়ে দ্বন্দ্ব থাকলেও ‘রাবণ’-এর ভূমিকায় রণবীরকেই নাকি ভীষণভাবে চাচ্ছেন এই ছবির পরিচালক-প্রযোজক।

যদি কারিনা কাপুর রাজি হন ‘সীতা’-র জন্য, তাহলে প্রথমবার বড়পর্দায় দর্শকেরা একসঙ্গে দেখতে পাবে রণবীর, কারিনাকে। যদিও এর আগে সঞ্জয় লীলা বানশালির ‘রাম লীলা’ ছবিতে একসঙ্গে কাজ করার কথা ছিল এই দুই তারকার।

তবে সেই সময়ে রণবীরের বিপরীতে কাজ করতে চাননি কারিনা। তাই বানশালির ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এরপর যদিও একাধিক সাক্ষাৎকারে পর্দায় পরস্পরের সঙ্গে কাজ চেয়েছেন রণবীর সিং ও কারিনা দু’জনেই। প্রসঙ্গত উল্লেখ্য, করণ জোহরের পরবর্তী ছবি ‘তখত’-এ দাদা ও বোনের চরিত্রে দেখা যাবে এই দুজনকে। তবে এখনো সেই ছবির কাজ শুরু হতে অনেক দেরি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?