নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। ২৯ মে সন্ধ্যায় জিরানিয়া থানার অন্তর্গত চম্পকনগর ফাঁড়ি থানার চিন্তা রাম কোবরা পাড়ায় এক মাঝ বয়সী বিধবা মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে বেধড়ক ভাবে মারধর করে প্রতিবেশীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চম্পকনগর ফাঁড়ি থানায় ১১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোন অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে এলাকার সচেতন নাগরিকরা অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি জানিয়ে মঙ্গলবার ডেপুটেশন প্রদান করে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট। এদিন চিন্তারাম কোবরা পাড়ার সচেতন নাগরিকরা রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট এই ডেপুটেশন প্রদান করে। এলাকার সচেতন নাগরিক বিভূতি দেববর্মা জানান চম্পকনগর ফাঁড়ি থানার ওসির সাথে ঘটনার বিষয়ে কথা বলা হয়। কিন্তু ওসি স্পষ্ট জানিয়ে দেন সকল ঘটনার ক্ষেত্রে অভিযুক্তদের গ্রেপ্তার করা যায় না। বিভূতি দেববর্মার প্রশ্ন একজন মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে হত্যার চেষ্টা হয়েছে। তার পরেও কেন চম্পকনগর ফাঁড়ি থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করবে না। তিনি আরও জানান এদিন পশ্চিম জেলার পুলিশ সুপার অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে আশ্বাস দিয়েছেন। পুলিশ অভিযুক্তদের সহসাই গ্রেফতার না করলে এলাকার সচেতন নাগরিকরা বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানান তিনি।