স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ জানুয়ারি।। রবিবার স্টুডেন্ট হেলথ হোমে অফসেট প্রেস ওনার্স এসোসিয়েশনের সপ্তম দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এস সি আর টি বই ছাপার ৫০ শতাংশ রাজ্য ছাপাখানাগুলির জন্য বরাদ্দ করা, প্রতি ছাপাখানায় ন্যূনতম ২০ লিটার কেরোসিন দেবার ব্যবস্থা করা, প্রশ্নপত্র রাজ্যের ছাপাখানাগুলি দ্বারা করার দাবি জানিয়েছেন এসোসিয়েশনের সম্পাদক শশাঙ্ক রায়। তিনি আরো জানান, পুর পরিষদের নির্ধারিত ট্রেড লাইসেন্স ফি ছাপাখানার ক্ষেত্রে অস্বাভাবিক হারে বর্ধিত করা হয়েছে।
লাইসেন্স ফ্রি হ্রাস করতে কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনের ব্যবস্থা করা । দাবি গুলি নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে একাধিকবার সাক্ষাৎ করা হলেও আশ্বাস বাস্তবায়িত হচ্ছে না। শিক্ষামন্ত্রী বলেছেন একটা কিন্তু বাস্তবে করছেন বিপরীত বলে অভিযোগ তুলেন তিনি। সরকার যদি দাবি ১৫ দিনের মধ্যে পূরণ না করে তাহলে আগামী দিনে অফসেট প্রেস ওনার্স এসোসিয়েশনের আন্দোলনে বসবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে দাবি সনদ দিয়ে ১৫ দিন সময় বেঁধে দেওয়া হবে বলে জানান তিনি। এদিন সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সভাপতি কান্তিলাল বৈদ্য।