সিবিএসইতে ৮৪ শতাংশ নম্বর পেয়ে দশম উত্তীর্ণ ছাত্রের ফাঁসিতে আত্মহত্যা

ধর্মনগর, ১৫ মে : সিবিএসই পরিচালিত দশম পরীক্ষায় ৮৪ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে৷ নিজ ঘরেই ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ছাত্রের৷ তার নাম সপ্তঋষি পুরকায়স্ত৷ বয়স ১৬ বছর৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে৷

মৃত যুবকের এক নিকটাত্মীয় জানিয়েছেন, ধর্মনগরের জেল রোডের ক্ষুদিরাম সরণিতে ভাড়া বাড়িতে থাকেন সুকমল পুরকায়স্থ। স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়েই তাঁর সুখের সংসার৷ ছেলে সপ্তঋষি পানিসাগর কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশুনা করে৷ ওই স্কুল থেকে এবছর সিবিএসই এর দশম পরীক্ষা দিয়েছিল৷ সম্প্রতি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়৷ দেখা গিয়েছে ৮৪ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে সপ্তঋষি৷ তার ফলাফলে অসন্তুষ্ট ছিলেন না অভিভাবকরা৷

বৃহস্পতিবার বাড়ির লোকজনের অনুপস্থিতিতে নিজের ঘরেই সপ্তঋষি ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ মা বাড়িতে এসে দেখেন ছেলের ঘরের দরজা ভিতর থেকে লাগানো৷ তিনি ডাকাডাকি করলেও ছেলের কোন সাড়াশব্দ না পেয়ে মায়ের বুক ধরফর করতে থাকে৷ তিনি চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসেন৷ দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে আছে সপ্তঋষি৷ পরে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়৷

পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে৷ প্রাথমিকভাবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ পারিপার্শ্বিক বিষয়গুলি বিবেচনা করে অনুমান করা হচ্ছে সপ্তঋষি আত্মহত্যা করেছে৷ তবে, কেন সে আত্মহত্যা করল তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না মা-বাবা-আত্মীয় পরিজন সহ এলাকার লোকজন৷ তবে সপ্তঋষির এই অকাল মৃত্যু ধর্মনগরের জেলরোড এলাকায় শোকের ছায়া নামিয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?