গন্ডাছড়ায় একাধিক অফিসে তালা ঝুলিয়ে দিল শাসক গোষ্ঠী

গন্ডাছড়া, ১৪ মে : ধলাই জেলার রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের গন্ডাছড়ায় শাসক সহ তিনটি রাজনৈতিক দলের কাদা ছুঁড়াছুঁড়ির এবং বিভিন্ন সরকারি অফিসে দিন দুপুরে তালা ঝুলানোর ঘটনায় গোটা গন্ডাছড়া মহকুমায় তুমুল চাঞ্চলের সৃষ্টি হয়েছে। চরম আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ।

বিভিন্ন রাজনৈতিক দলের আচমকা হানায় মঙ্গলবার এবং বুধবার গন্ডাছড়া মহকুমা সদরের বিভিন্ন অফিসের দরজায় তালা ঝুলানোর কর্মসূচী চলে। মঙ্গলবার গন্ডাছড়া মহকুমার হরিপুরস্থিত পিজিটি অফিসের দরজায় এবং মূল ফটকে তালা ঝুলায় তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা। তিপ্রা মথা দলের কর্মী সমর্থকদের অভিযোগ গন্ডাছড়া মহকুমার পিজিটি অফিসে আসা সংশ্লিষ্ট মহকুমার রিয়াং জনজাতিরা তাদের ন্যায্য সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

আরো অভিযোগ উক্ত পিটিজি অফিসের প্রোগ্রাম অফিসার মাসে ২৫ দিনই অফিসে আসেন না। তাছাড়া কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার রিয়াং জনজাতিদের জীবন মান এবং আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন প্রকল্পের ঘর, পুকুর, মৎস্যচাষ, রাবার বাগান, সুপারি বাগান সহ আরো অন্যান্য প্রকল্পের সুযোগ সুবিধা সঠিক ভাবে প্রকৃত বেনিফিসিয়ারীদের হাতে পৌঁছায় না। প্রোগ্রাম অফিসার অফিস কামাই করে নিজ বাড়িতে বসে মনগড়া মতো নামে বেনামে বেনিফিসিরীদের নাম নথিভুক্ত করে প্রতি বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ জানিয়ে মঙ্গলবার পিজিটি অফিসের দরজায় এবং মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা। উক্ত পিজিটি অফিসে তালা ঝুলানোর সময় অফিসে গ্ৰুপ ডি কর্মী ছাড়া আর কেউই উপস্থিত ছিলেন না।

তার পাল্টা হিসাবে বুধবার মাঠে নামে বিজেপি এবং আইপিএফটি দলের কর্মীরা। বুধবার দুপুর নাগাদ বিজেপি এবং আইপিএফটি কর্মীরা যৌথ ভাবে প্রথমে গন্ডাছড়া মহকুমার টিটিএএডিসি -র হরিপুরস্থিত বিদ্যালয় পরিদর্শকের অফিসে উপস্থিত হয়ে এলাকায় নিরপেক্ষ ভাবে এডিসির বিদ্যালয়গুলি পরিচালিত হচ্ছে না, এমন অভিযোগ এনে অফিসে তালা ঝুলিয়ে দেয় উত্তেজিত কর্মীরা। এরপরই বিজেপি ও আইপিএফটি কর্মীরা ছুটে আসেন মহকুমার কৃষি মহকুমা অফিসে।

বুধবার জরুরি বৈঠকে আগরতলায় ছিলেন কৃষি অফিসের এগ্রি সুপার চন্দ্রকুমার রিয়াং। ফলে দুই দলের কর্মীরা অফিসের অন্যান্য অফিসারদের নিকট নিজেদের দাবি দাওয়া জানালে তার সঠিক সম্মতি দিতে অপারক ছিলেন অফিসাররা। ফলে অফিসের সকলকে অফিস থেকে বের করে দিয়ে কৃষি মহকুমা অফিসে তালা ঝুলিয়ে অফিস বন্ধ করে দেয় বিজেপি ও আইপিএফটি কর্মীরা।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে সিআরপিএফ নিয়ে পৌঁছেন গন্ডাছড়া থানার সাব -ইন্সপেক্টর কাজল দেবনাথ। মঙ্গলবার এবং বুধবারের অফিসে অফিসে তালা ঝুলানোর ঘটনায় গোটা মহকুমায় একদিকে যেমন চাঞ্চলের সৃষ্টি হয়েছে অপরদিকে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?