উদয়পুর, ১৪ মে : নিজ বাড়িতেই ঘরের মধ্যে কিশোরীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে গোমতী জেলার উদয়পুরের কাঁকড়াবন দুধ পুস্করণী এলাকায়৷ মৃতার নাম জুহেনারা আক্তার৷ বয়স পনেরো৷ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা আবুল কালাম ও তাঁর স্ত্রী এদিন সকালে কর্মস্থলে চলে যান৷ বাড়িতে একাই ছিল মেয়ে জুহেনারা৷ দুপুর নাগাদ এলাকাবাসী খবর দেয় যে জুহেনারার মৃতদেহ ফাঁসিতে ঝুলে আছে ঘরের ভিতরে৷ খবর পেয়ে মা ও বাবা দুজনেই বাড়িতে এসে মেয়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন৷
খবর দেওয়া হয় কাঁকড়াবন থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জুহেনারা ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ কারো তরফ থেকে অবশ্য কোন ধরনের অভিযোগ করা হয়নি৷