ধর্মনগর, ৬ মে : জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের আত্মার শান্তি এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে দুই ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যকর্তারা।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৫৬ ধর্মনগর মন্ডলের উদ্যোগে কালীদিঘির উত্তর পাড়ে এই অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন সহ দলের নেতা কর্মী এবং সমর্থকরা। এই অনশন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দাবি করেন কাশ্মীরের পহেলগামে হামলার পিছনে রয়েছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা জানান তিনি। পাশাপাশি এই হামলায় নিহত পর্যটকদের পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগামে নিরীহ ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। আহত হয়েছেন আরও অনেকে। এই ঘটনার পর গোটা দেশ তোলপাড়। ভারত সরকার পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান ঘটনার নিন্দা জানিয়েছেন।