আগরতলা, ৪ মে : ত্রিপুরায় নেশা সামগ্রীর রমরমা ব্যবসা চলছে। বিপন্ন হচ্ছে যুবসমাজ। এই অবস্থায় মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে রবিবার নেশা বিরোধী অভিযানে নামল ৮ টাউন বড়দোয়ালী যুব মোর্চার কর্মী সমর্থকরা।
এদিন রাজধানী আগরতলা শহরের আপনজন ক্লাব সংলগ্ন সুমন দেবের বাড়িতে আচমকা হানা দেয় বিজেপির যুব মোর্চার কর্মীরা। যুব মোর্চার কর্মীরা সুমন দেবের বাড়ি থেকে প্রচুর পরিমাণে ড্রাগসের কৌটা এবং নেশা সামগ্রী উদ্ধার করে। পরে তারা অভিযুক্ত সুমন দেবকে পুলিশের হাতে তুলে দেয়। এই নেশা বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন ৮ টাউন বড়দোয়ালী যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহা।
তিনি জানান, সুমন দেবের বাড়িতে বিভিন্ন এলাকার লোকজনরা এসে নেশা সেবন করত। বাড়িতে রীতিমত বারের সিস্টেম চালু করেছিল সুমন দেব। বাড়ির সামনের একটি দোকানে ড্রাগসও বিক্রি করা হত বলে জানান তিনি। তিনি আরো জানান, ড্রাগসের ব্যবসায় সুমন দেবের সাথে তার ভাগ্নে প্রশান্ত ঘোষ জড়িত। কিন্তু প্রশান্ত ঘোষকে এদিন ওই বাড়িতে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এ ডি নগর থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত সুমন দেবকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।