আগরতলা, ৩ মে : আগরতলা রেল স্টেশনে এক বাংলাদেশি মহিলা এবং দুই ভারতীয় দালাল গ্রেফতার৷ বাংলাদেশি ওই মহিলাকে নিয়ে ব্যাঙ্গালুরুতে যাওয়ার পথে গ্রেফতার হন তারা৷ শনিবার আগরতলা জিআরপি থানার পুলিশ ধৃতদের আদালতে সোপর্দ করেছে৷
আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল বেশ কয়েকজন বাংলাদেশি আগরতলা রেল স্টেশনে আসবে বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার জন্য৷ সেই মোতাবেক আগরতলা জিআরপি থানার পুলিশ, আরপিএফ এবং বিএসএফের জওয়ানরা আগরতলা রেল স্টেশনে শুক্রবার বিকালে অ্যাম্বুশ করেন৷ নজরদারি চালানোর সময় আগরতলা রেল স্টেশন চত্বরে তিনজনকে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখা যায়৷ সাথে সাথেই এক মহিলা এবং দুইজন পুরুষকে একসাথে আটক করা হয়৷
ওসি তাপস দাস আরও জানিয়েছেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় ধৃত মহিলা বাংলাদেশি৷ তার বাড়ি বাংলাদেশের সরিয়দপুর জেলায়৷ নাম মহিমা খাতুন (কাল্পনিক নাম)৷ তিনি দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের কৃষ্ণ দেবনাথ এবং টুটন দে’র মারফত সীমান্ত অতিক্রম করে এখানে এসেছেন৷ তিনি তাদের সাথে ব্যাঙ্গালুরু যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে এসেছিলেন৷ আগরতলা জিআরপি থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে৷
প্রসঙ্গক্রমে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, সম্প্রতি যেসব বাংলাদেশি মহিলা আগরতলা রেল স্টেশনে গ্রেফতার হয়েছেন তারা প্রত্যেকেই বলছেন ভারতের বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে এসেছেন৷ তারা সেখানে গৃহপরিচারিকা কিংবা বিউটি পার্লারে কাজের জন্য আসেন৷ শুধু তাই নয় বিভিন্ন রাজ্যে তাদেরকে মোটা অংকের মাইনে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়৷