সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট, গ্রেফতার এক, অন্যদের সতর্ক করল পুলিশ

আগরতলা, ৩ মে : সামাজিক মাধ্যমে কুৎসা রটনা, মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য এবং বিভিন্ন সাইবার ক্রাইমে যুক্ত থাকায় পশ্চিম আগরতলা থানার পুলিশ গ্রেফতার করেছে আল আমিন মিয়া নামে এক যুবককে। পুলিশ ধৃত যুবককে শনিবার আদালতে সোপর্দ করেছে।

ইউটিউব অথবা ফেসবুক চ্যানেলে দেশবিরোধী কনটেন্ট কিংবা অশ্লীল কনটেন্ট পোস্ট করলে হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। শুক্রবার এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করা হয়েছে দেশবিরোধী এবং মহিলাদের প্রতি অশ্লীল কন্টেন্ট পোস্ট করার অপরাধে। তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ‘মিস্টার হুনছো’। তার নাম আল আমিন মিয়া। বাড়ি আগরতলার রাজনগরে।

প্রসঙ্গত, তুষার কান্তি আচার্য এবং আরও পাঁচজন মিলে তার বিরুদ্ধে দেশবিরোধী কনটেন্ট পোস্ট করার অভিযোগ তুলে মামলা করেন পশ্চিম আগরতলা থানায়। পুলিশ মামলা নিয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা গ্রহণ করা হয়েছে।

পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় আল আমিন মিয়াকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে পাঁচ দিনের পুলিশ সীমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি পরিতোষ দাস অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে বলেন, যাতে সতর্কতার সাথে তারা কনটেন্ট পোস্ট করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?