আগরতলা, ৩ মে : শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ আগরতলা শহরের কাছে হাঁপানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গিয়েছে। পাশাপাশি এক দুটি দোকান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
যে পাঁচটি দোকান পুড়েছে তারমধ্যে একটি হোটেল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় ছিল ফাস্ট ফুডের দোকান ও ফলের দোকান। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার, পুর কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মেয়র দীপক মজুমদার। তিনি জানান, সরকারিভাবে যা সহায়তা করার তা যেন দ্রুত করা যায় সেদিকে নজর দেওয়া হবে। পাশাপাশি পুর নিগম থেকেও সাহায্যের ব্যবস্থা করা হবে। পরবর্তী সময়ে বাজারটিকে সর্ব সুবিধা যুক্ত আধুনিক বাজার হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে বলেও খবর। ফলে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের দাবি প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে।