স্কুলে যে কখন বোমা পড়বে তার ঠিক ঠিকানা ছিল না : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ মে : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা শুক্রবার পাঁচটি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। এই উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর রামনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী, মন্ত্রী বৃষকেতু দেববর্মা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় রাজ্যের স্কুলগুলির পরিবেশ বেহাল ছিল। স্কুলে যে কখন বোমা পড়বে তার ঠিক ঠিকানা ছিল না। এক অরাজক পরিবেশ সৃষ্টি হয়েছিল স্কুলগুলিতে। এর ফলে কয়েকটি প্রজন্ম নষ্ট হয়ে গেছে। মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে সেই পরিবেশ নেই। এখন সময়ের সাথে তাল মিলিয়ে রাজ্যেও শিক্ষা পদ্ধতির উন্নয়নের কাজ চলছে।

তিনি আরো বলেন, কেবলমাত্র ইংরেজি মাধ্যম বিদ্যালয়েরই নয়, বাংলা মাধ্যম বিদ্যালয়গুলিরও গুণগত শিক্ষার মান বাড়াতে হবে। বাংলা ও অন্যান্য স্থানীয় ভাষার স্কুলগুলিকে অবহেলা করলে চলবে না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গ দর্শনে বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন করে সঠিক মানবসম্পদ তৈরি করার কাজ করে চলছে রাজ্য সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ত্রিপুরাকে এক সময়ে বাংলাদেশের অংশ বা অসমের অংশ বলে মনে করা হত। সেই ত্রিপুরা এখন মাথা তুলে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে এই রাজ্য এখন আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার পথে দুর্বার গতিতে এগিয়ে চলছে। এই কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা বলেন, রাজ্যকে প্রগতির পথে নিয়ে যেতে কাজ করে চলছে সরকার। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এদিন রামনগর উচ্চতর মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয় ছাড়াও বড় কাঠালিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, দারোগামুড়া উচ্চ মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়, ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয় এবং সুকান্ত একাডেমী ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় -এই চারটি বিদ্যালয়েরও নব নির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?