লেনদেনকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, গুরুতর আহত ব্যবসায়ী সহ দু’জন

পেঁচারথল, ২ মে : আর্থিক লেনদেনকে কেন্দ্র করে উত্তম রায় নামে এক ব্যবসায়ীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠল সুজিত সরকার এবং অমল সরকার নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। আহত ব্যাক্তি বর্তমানে গুরুতর অবস্থায় কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে আক্রান্তের তরফে থানায় লিপিবদ্ধ করা হয়েছে মামলা। ঘটনা ঊনকোটি জেলার পেঁচারথল থানাধীন উগলছড়া এলাকায়। দু’পক্ষের মারধর থামাতে গিয়ে রক্তাক্ত হলেন প্রবীর সরকার নামের আরও এক ব্যাক্তি।

মাছমারার উত্তর ধনিছড়ার আক্রান্ত ব্যক্তি প্রবীর সরকার জানান, উত্তম রায় মাছমারা এলাকার একজন হার্ডওয়ার ব্যবসায়ী। সেই সুবাদে উত্তম রায়ের দোকান থেকে বাকিতে কিছু জিনিসপত্র ক্রয় করেন সুজিত সরকার। তাদের মধ্যে টাকাপয়সা লেনদেনের বিষয়টি বেশ কিছুদিনের। সম্প্রতি ব্যবসায়ী উত্তম রায় তার পাওনা টাকা চান সুজিত সরকারের কাছে। আর তখনই ঘটে বিপত্তি। উগলছড়া এলাকায় পাওনা টাকা চাইতেই কাঞ্চনপুর-পেঁচারথল সড়কের পাশে ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে সুজিত সরকার সহ তার সহযোগী অমল সরকার সহ আরও কয়েকজন মিলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

ঘটনা দেখতে পেয়ে আক্রান্ত ব্যক্তিকে বাঁচাতে প্রবীর সরকার এগিয়ে গেলে অভিযুক্তরা তাকেও মারধর করে বলে অভিযোগ করেন তিনি। লোহার রড দিয়ে সজোরে আঘাত করা হয় ওই ব্যবসায়ীর মাথা এবং শরীরে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তারা। পরে স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনার পর আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ব্যবসায়ী উত্তম রায়ের আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রথমে কৈলাসহর এবং পরে আগরতলা হয়ে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি হাসপাতালে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতাতে তিনি চিকিৎসাধীন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পেঁচারথল থানার পুলিশ। এনিয়ে অভিযুক্তদের নামধাম দিয়ে পেঁচারথল থানায় মামলা দায়ের করেছেন আক্রান্ত ব্যবসায়ীর পরিবার। এখনো অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ। এনিয়ে স্থানীয় জনমনে অসন্তোষ বিরাজ করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?