ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে হেল্প ডেস্কের উদ্বোধন করলেন মন্ত্রী টিংকু রায়

আগরতলা, ১ মে : ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য হেল্প ডেস্ক চালু হল। আগরতলায় অটল বিহারী বাজপেয়ি রিজিওনাল ক্যান্সার সেন্টারে এই হেল্প ডেস্কের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন বিধায়ক তথা ক্যান্সার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রতন চক্রবর্তী।

ক্যান্সার আক্রান্ত রোগীদের সামাজিক ভাতা প্রাপ্তির ক্ষেত্রে নিয়মাবলী আরও সরলীকরণ করা হল। বৃহস্পতিবার থেকে ক্যান্সার হাসপাতাল তথা অটল বিহারী বাজপেয়ি রিজিওনাল ক্যান্সার সেন্টারে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এই হেল্প ডেস্ক এর উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অটল বিহারী বাজপেয়ি রিজিওনাল ক্যান্সার সেন্টারের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন হাসপাতালে হেল্প ডেস্ক চালু করে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী জানান, দপ্তর ও সাধারণ নাগরিকদের জন্য বিশেষ দিন এটি। আগে ক্যান্সার আক্রান্ত রোগীরা যারা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হতেন বা চিকিৎসা করাতে আসতেন তাদের সামাজিক ভাতা পাওয়ার জন্য সিডিপিও অফিসে আবেদনপত্র জমা দিতে হত। সিডিপিও অফিসগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকায় অবস্থিত হওয়ায় এই আবেদনপত্র জমা দিতে দেরি হত এবং আবেদনপত্রগুলি প্রক্রিয়ার মাধ্যমে অফিসে আসতে অন্তত দুই থেকে তিন মাস সময় লাগত। এমনও ঘটনা হয়েছে সামাজিক ভাতা মঞ্জুর হয়েছে কিন্তু সংশ্লিষ্ট রোগী আর জীবিত নেই। এখন এই হেল্প ডেস্ক চালু হওয়ায় হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীরা হাসপাতাল থেকেই সামাজিক ভাতা পাওয়ার জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন। এতে সময় অনেকটা কম লাগবে। তিনি আরও জানান, সরকারি চাকরি করেন না এমন ক্যান্সার আক্রান্ত রোগী মাসে ২ হাজার টাকা করে সামাজিক ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

এদিন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় আরও জানান, এখন পর্যন্ত রাজ্যে ৪ হাজার ক্যান্সার আক্রান্ত রয়েছেন যারা সামাজিক ভাতা পাচ্ছেন। আরও ১৫০ টি আবেদন পত্র জমা পড়েছে। চলতি মাসের মধ্যেই এই আবেদনপত্রগুলি মঞ্জুর করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?