আগরতলা, ১ মে : ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির অফার বিতরণ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন স্বচ্ছ নিয়োগ নীতি নিয়েও। তার দাবি মন্ত্রী বিধায়কদের হাত দিয়ে অফার বিলি মূলত রাজনৈতিক প্রভাব খাটানো।
তিনি বলেন, বাম জমানায় অনুষ্ঠান করে চাকরির অফার বিলি করা হয়নি। চাকরি প্রাপকদের অফার ডাকযোগে পাঠানো হয়েছে। কোন ধরনের রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি। তিনি বলেন, কোন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া শুরু হলে ইন্টারভিউ নেওয়া হয় তারপর ডাকযোগে অফার বাড়িতে পৌঁছে দেওয়া হত। কিন্তু এখন তা দেখা যায় না। মঞ্চ সাজিয়ে অনুষ্ঠান করে মন্ত্রী বিধায়করা অফার বিলি করেন। এটা এক ধরনের রাজনৈতিক প্রভাব খাটানো বলে মনে করেন জিতেন্দ্র চৌধুরী।
ত্রিপুরায় বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যায় শূন্য পদ পড়ে থাকায় উদ্বেগ প্রকাশ করে জিতেন্দ্র চৌধুরীর বলেন, রাজ্য সরকার এইসব শূন্য পদ পূরণে উদ্যোগ নিচ্ছে না। মাঝেমধ্যে যা কিছু নিয়োগ করা হচ্ছে তাতেও বহিঃরাজ্যের চাকরি প্রত্যাশীরা এখানে এসে আবেদন করছেন এবং অফার নিয়ে নিচ্ছেন। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে পিএইচডি প্রাপ্তরাও গ্রুপ ডি চাকরিতে যাচ্ছেন।