সাব্রুম, ১ মে : বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি. একদিনের বিশেষ সফরে আসেন সাব্রুম মহকুমায়। সফরকালে তিনি পরিদর্শন করেন মহকুমার বিভিন্ন খামার, মৎস্য পুকুর এবং ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুটি গুরুত্বপূর্ণ বাঁধ।
২০২৪ সালের আগস্ট মাসে প্রবল বৃষ্টিপাত এবং নদীর জলস্ফীতির কারণে সাব্রুম মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কৃষি ও মৎস্য চাষ সহ অন্যান্য খামার ভিত্তিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্য ও অন্যান্য সহযোগিতা প্রদান করা হয়। এই উদ্যোগে অনেক কৃষক আবার নতুন করে চাষাবাদ শুরু করতে সক্ষম হন।
জেলাশাসক এদিন থাইবোং পঞ্চায়েতের খামারী কৃষ্ণ চন্দ্র দাস এবং ইন্দিরা নগর পঞ্চায়েত এলাকার বিশ্বজিৎ মজুমদারের খামার পরিদর্শন করেন। তাঁদের কর্মকাণ্ড ও পুনরুদ্ধার প্রচেষ্টাকে তিনি প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এছাড়া, জেলাশাসক মনু নদীর তীরে বরখলা এলাকার গোবিন্দ মাঠ সংলগ্ন বাঁধ এবং ফেনি নদীর দাসপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন। বাঁধগুলির বর্তমান অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় মেরামতের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
জেলাশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সাব্রুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম দাস, সাতচাঁদ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ, ডি.সি.এম. রতন দাস এবং মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার প্রমুখ।
এই সফর শুধু প্রশাসনিক তৎপরতারই প্রতিফলন নয়, বরং প্রান্তিক কৃষকদের প্রতি সরকারের সংবেদনশীলতা ও দায়বদ্ধতার প্রমাণও বটে। প্রশাসনের এই সক্রিয় উপস্থিতি খামারিদের মনোবল বাড়িয়ে তোলে এবং জনগণের মধ্যে আশার আলো জাগায়।