রেজাল্ট দিল মধ্যশিক্ষা পর্ষদ, পাশের হার মাধ্যমিকে ৮৬.৫৩ ও উচ্চমাধ্যমিকে ৭৯.২৯ শতাংশ

আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বুধবার প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ৩৭ দিনের মাথায় পর্ষদ ফলাফল ঘোষণা করেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৩ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে পাশের হার ৭৯. ২৯ শতাংশ।

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বুধবার প্রকাশিত হয়েছে। এদিন দুপুরে পর্ষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণ চৌধুরী এবং সচিব ডঃ দুলাল দে।

সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব ডঃ দুলাল দে জানান, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৭৯.২৯ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৭৯.২ শতাংশ। তিনি আরো জানান, উচ্চমাধ্যমিকে ৯৮ জন প্রতিবন্ধী পরীক্ষা দেন। তাদের মধ্যে পাশ করেন ৭০ জন। কমার্স বা বাণিজ্য শাখায় ৪৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪০৫ জন। হিউমিনিটিসে ১৮ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১৪ হাজার ৪৩৫ জন, বিজ্ঞান বিভাগে ২১৮৪ জনের মধ্যে পাস করেছেন ২১৫০ জন। পর্ষদের সচিব আরো জানান, মাদ্রাসা ফাজিল আর্টসে ১৮ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৫ জন পাস করেছেন। মাদ্রাসা ফাজিল থিওলজিতে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন পাস করেছেন।

সাংবাদিক সম্মেলনে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরী জানান, ২০২৫ সালে মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৯ হাজার ৬৭০ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ছিল ১৩ হাজার ৮৬১ জন, ছাত্রীর সংখ্যা ছিল ১৫ হাজার ৮০৯ জন। তিনি আরো জানান, মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬. ৫৩ শতাংশ। এবছর মাধ্যমিক পরীক্ষায় এ-ওয়ান গ্রেড অর্থাৎ একানব্বই থেকে একশ নম্বরের মধ্যে পেয়েছেন মোট ২৭৮ জন পরীক্ষার্থী। পর্ষদ সভাপতি জানান, এবছর রাজ্যের ১০১৯ টি বিদ্যালয়ের মধ্যে ৩৪৫টি বিদ্যালয়ের একশ শতাংশ ছাত্রছাত্রীরা পাস করেছেন। এক জনও পরীক্ষায় পাশ করতে পারেনি এমন বিদ্যালয়ের সংখ্যা নেই।

সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সচিব জানান আগামী পাঁচ মে’র মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বিতরণ করা হবে। ৬ মে’র মধ্যে ছাত্র-ছাত্রীরা হাতে মার্কশিট পেয়ে যাবেন। তিনি আরো জানান, যদি কোন ছাত্র-ছাত্রী কোন বিষয়ে রিভিউ করাতে চান তবে তাদের ৭, ৮ এবং ৯ মে এই তিনদিনের মধ্যে ওয়েবসাইট থেকে রিভিউ এর জন্য নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করে পূরণ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ে জমা দিতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?