আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরায় বিভিন্ন প্রকল্প রূপায়ণে কাজ করে চলছে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। এই ক্ষেত্রে কোন কোন প্রকল্পে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি কাজ করা হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন প্রকল্পে দপ্তরের সাফল্য তুলে ধরেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি কাজ হয়েছে।তথ্য দিয়ে মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় ১৫ হাজার ৪১৬ জন মহিলাকে সুবিধা প্রদান করার কথা ছিল। কিন্তু সুবিধা প্রদান করা হয়েছে ১৯ হাজার ৮২৩ জন গর্ভবতী মহিলাকে।
মন্ত্রী আরো জানান ,২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণে যে সমস্ত সুবিধাভোগীরা আর্থিক সাহায্য পাননি, তাদের মধ্য থেকে ২৭ হাজার ৪৭০ জনকে ২০২৪-২৫ অর্থবর্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই যোজনায় ২০২৪- ২৫ অর্থবর্ষে মোট ১৬ কোটি ৩১ লক্ষ ৯৪ হাজার ২৩০ টাকা ব্যয় হয়েছে বলে জানান মন্ত্রী টিংকু রায়। তিনি আরো জানান, এই যোজনায় ২০২৫-২৬ অর্থবর্ষে ২১ হাজার গর্ভবতী মহিলাকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে ১১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় হবে।
মন্ত্রী আরো জানান, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার গর্ভবতী মহিলাদের জন্য একটি প্রকল্প। এই প্রকল্পে গর্ভবতী মহিলাদের চার কিস্তিতে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা প্রদান করা হয়। প্রসব পূর্ব স্বাস্থ্য পরীক্ষার পর ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে এই টাকা প্রদান করা হয়। এখন পর্যন্ত এই প্রকল্পে ৪৩ হাজার ৬৬৪ জন গর্ভবতী মহিলাকে মোট ৮ কোটি ৭৩ লক্ষ ২৮ হাজার টাকা প্রদান করা হয়েছে।
তিনি আরো জানান, মিশন বাৎসল্য প্রকল্পে ২০২৪-২৫ অর্থবছরে ২০৫৯ জন শিশুকে প্রতি মাসের চার হাজার টাকা করে মোট ৯ কোটি ৮৮ লক্ষ ৩২ হাজার টাকা প্রদান করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বর্ষে মিশন বাৎসল্য প্রকল্পে ৬ হাজার ৩০১ জন শিশুকে ৩০ কোটি ২৪ লক্ষ ৪৮ হাজার টাকা প্রদান করা হবে বলে জানান মন্ত্রী টিংকু রায়।