আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরায় বিভিন্ন এলাকায় বনদস্যুদের দৌলতে নির্বিচারে ধ্বংস হচ্ছে বন। এই বন সংরক্ষণের জন্য দপ্তরের তরফ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হলো। বনরক্ষীদের কাজে আরো গতি আনার জন্য দেওয়া হল দামি বাইক। রয়েল এনফিল্ডের ৫৮টি বাইক বুধবার বনরক্ষীদের দেওয়া হল।
বন রক্ষা করতে হবে, তবেই আমি নিজেকে রক্ষা করতে পারব, পরিবেশকে রক্ষা করতে পারব। কাজটা সহজ নয়, বিরাট চ্যালেঞ্জিং। বুধবার ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমি মাঠে বনরক্ষীদের মোটরবাইক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা পিসিসিএফ আর কে শ্যামল, আধিকারিক প্রবীণ আগারওয়াল, চৈতন্য মূর্তি, ডঃ কে শশী কুমার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, বন মাফিয়াদের বিরুদ্ধে আমাদের কঠোর হতে হবে। বন রক্ষায় তিনিও রাতের পেট্রোলিংয়ে যেতে চান। বনমন্ত্রী বলেন, রাজ্যের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন এতটা তাপমাত্রা ছিল না। বন ধ্বংসের কারণেই এই সমস্যা হচ্ছে। জঙ্গলে যারা বসবাস করছেন তারা এই বন ধ্বংসের জন্য আদৌ দায়ী নন। পাহাড় বা জঙ্গলে বসবাসকারীরা এই কাজ করছে না।
বনমন্ত্রী জানান, পাট্টার জন্য বন সৃজনের কাজ হচ্ছে না বলে প্রচার করা হচ্ছে। আরওএফআর পাট্টা গুলি চিহ্নিতকরণ করা হবে। এর প্রক্রিয়া চলছে। মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে উপজাতি কল্যাণ দপ্তর, রাজস্ব দপ্তর এবং বনদপ্তরকে নিয়ে বৈঠকের আয়োজন করতে।
অনুষ্ঠানে বৃক্ষরোপণ করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এদিন বনরক্ষীদের ৫৮টি বাইকের চাবি তুলে দেওয়া হয়। বন রক্ষায় পেট্রোলিং এর কাজে এই বাইকগুলি ব্যবহার করা হবে।