আগরতলা, ৩০ এপ্রিল : বুধবার শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না বা ক্ষয় নেই। বৈদিক বিশ্বাস অনুসারে এই পুণ্য তিথিতে কোন শুভ কার্যসম্পন্ন হলে তা দীর্ঘদিন অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে অন্যান্য বছরের মত বুধবার রাজধানী আগরতলা শহরের বিভিন্ন দেবালয়েও সকাল থেকে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। মন্দিরগুলিতে এই উপলক্ষে বিশেষ পূজার্চনা অনুষ্ঠিত হয়। অনেককেই হালখাতা যাত্রা করতে দেখা যায়।
এদিন রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িতে হালখাতা যাত্রা করতে আসা এক গৃহবধূ জানান,পরিবার ও সমাজের সকলের সার্বিক মঙ্গলের জন্য পূজা দিয়েছেন। ব্যবসার হালখাতার যাত্রা করতে তিনি লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে এসেছেন। প্রতি বছরই এই দিনে তিনি লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে আসেন। শুভ অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে সকলের সার্বিক মঙ্গল এবং ব্যবসার শ্রীবৃদ্ধি কামনা করেন তিনি।
অক্ষয় তৃতীয়া উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরের এক পুরোহিত জানান, এই দিনটি খুবই শুভ। এই দিনে অনেকেই শুভ কাজ করে থাকেন। ব্যবসায়ীদের অনেকেই এই দিন থেকেই নতুন বছরের ব্যবসা শুরু করেন। বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, অক্ষয় তৃতীয়ার এই শুভ দিন থেকেই পুরীর জগন্নাথ ধামের রথ নির্মাণের কাজ শুরু হয়। উত্তরাখণ্ডের কেদারনাথ বদ্রিনাথ গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দির ছয়মাস বন্ধ থাকার পর এই দিন থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়।