শিক্ষকতার চাকরির জন্য অফার পেলেন টেট উত্তীর্ণ ২২৮ জন

আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের অন্তর্গত বুনিয়াদী শিক্ষা অধিকারের উদ্যোগে বুধবার আগরতলাস্থিত নজরুল কলাক্ষেত্রে শিক্ষকতার চাকরির জন্য ২২৮ জন টেট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে অফার বিতরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছেন ৬৬ জন ইউজিটি এবং ১৬২ জন জিটি অফার প্রাপক।

২০১৮ সাল থেকে ২০২৪-২৫ পর্যন্ত বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে মোট ৭৬০৪ জনকে চাকরিতে নিযুক্তি দেওয়া হয়েছে। যার মধ্যে মাধ্যমিক শিক্ষা অধিকারের অধীনে রয়েছেন ২৬৭৫ জন এবং বুনিয়াদী শিক্ষা অধিকারের অধীনে রয়েছেন মোট ৪৯২৯ জন।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত বুনিয়াদী শিক্ষা অধিকারের অধীনে মোট ৪৮৮৪ জনকে শিক্ষকতার চাকরিতে নিযুক্তি প্রদান করা হয়েছে। এই একই সময়কালে মাধ্যমিক শিক্ষা অধিকারের অধীনেও ২০০৩ জনকে শিক্ষকতার চাকুরিতে নিযুক্তি দেওয়া হয়েছে।

রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে শিক্ষক নিয়োগ সংক্রান্ত আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক তথা মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?