স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৯ জুলাই।। সংসারের অভাব অনটনের কারণে বিষ পানে আত্ম হত্যার চেষ্টা করে এক জনজাতি বিধবা মহিলা।
প্রসঙ্গত ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের অন্তর্গত নারায়ণপুর এ ডি সি ভিলেজের চৌকিদার পাড়ার বাসিন্দা বকরশান্তি ত্রিপুরা(কল্পিত নাম )।
স্বামীকে হারিয়েছেন বছর পাঁচেক আগে। স্বামী হারানোর পর অসহায় পড়ে প্রয়াত স্বামী জয়কৃষ্ণ ত্রিপুরার পরিবার। দীর্ঘদিন অনাহারে দিন কাটানোর পর দিশেহারা হয়ে শনিবার সাতসকালে অভাব অনটনের যন্ত্রনায় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত গতিতে বিষপায়ী মহিলার বাড়িতে ছুটে গিয়ে উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে পৌঁছান।
ফায়ার সার্ভিস কর্মীদের চটজলদি কর্তব্য পালনের জন্য ধন্যবাদ জানান সংশ্লিষ্ট এলাকার মানুষ। সংবাদ লেখা পর্যন্ত বিষ পানে অসুস্থ মহিলা মোটামোটি সুস্থ রয়েছেন।