স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৯ জুন।। কলেজ ছাত্রী অপহরণ ও গণধর্ষণ মামলায় গ্রেফতার এক। পুলিশ জানিয়েছে অভিযান চলছে। বাকিরাও ধরা পড়বে। প্রসঙ্গত, মেলাঘর থানায় দায়েরকৃত কলেজ ছাত্রী অপহরণ ও গণধর্ষণ মামলায় কাঁকড়াবন গর্জনমুড়া বাজার থেকে গ্রেফতার করা হয় মামন মিয়া নামে এক অভিযুক্তকে।
ঘটনার মূল অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন সহ দুই জন পলাতক। কাকড়াবন থানার অন্তরর্গত হদ্রা বাসিন্দা জাহাঙ্গীর হোসেন সোমবার সন্ধ্যায় মেলাঘরের এক কলেজ পড়ুয়া ছাত্রীকে মেলাঘর পেট্রল পাম্প সংলগ্ন এলাকা থেকে অপহরণ করে নিয়ে আসে জাহাঙ্গীর এর সাথে আরো বেশকিছু বন্ধু ছিল গাড়িতে।
পরবর্তীতে কলেজ পড়ুয়াকে না পেয়ে মেলাঘর থানায় মিসিং ডায়েরি করেন কলেজ পড়ুয়া ছাএীর পরিবারের তরফ থেকে। পরবর্তী সময় হিন্দু জাগরণ একটি সংস্থা খবর পেয়ে সোর্স লাগিয়ে জানতে পারে কাকড়াবন থানার অন্তরর্গত হদ্রা জাহাঙ্গীরের বাড়িতে রয়েছেন যুবতী।
মঙ্গলবার দুপুরে হিন্দু জাগরণ সদস্যরা কাঁকরাবন থানা সাহায্য নিয়ে বাড়িতে তল্লাশি করলে কলেজ পড়ুয়া ছাএীকে উদ্ধার করা যায়। পরবর্তী সময় কলেজ পড়ুয়া ছাএীকে কাকরাবন থানাতে নিয়ে আসা হয়। পরবর্তী সময় জানা যায় জাহাঙ্গীর পালিয়ে যেতে সক্ষম হয়।
অপহরণ এবং ধর্ষণ জাহাঙ্গীর করেছে বলে জানিয়েছেন কলেজ পড়ুয়া ছাএী। পরবর্তী সময়ে মেলাঘর থেকে কলেজ পড়ুয়া ছাএীর পরিবার-পরিজনরা এসে মেলাঘর নিজ বাড়িতে নিয়ে যায় এবং মেলাঘর থানাতে অপহরণ এবং ধর্ষণের মামলা করা হবে বলে জানান ।