অনলাইন ডেস্ক, ১৩ জুন।। সমর্থকদের মন যতই জয় করুক না কেন, প্যারিসে আর থাকা হচ্ছে না মাউরিসিও পচেত্তিনোর। পিএসজি ছাড়ছেন আর্জেন্টাইন কোচ। দুই পক্ষ আলোচনা শেষে এই সিদ্ধান্ত এসেছে।
অবশ্য পিএসজি এখনো পচেত্তিনোর চলে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে এটা নিশ্চিত, চুক্তির শেষ বছরে পার্ক দে প্রিন্সেসে দেখা যাবে না টটেনহামের সাবেক ৫০ বছর বয়সী কোচকে।
তাহলে মেসি-নেইমারদের দায়িত্ব কার কাঁধে বর্তাচ্ছে? এই শূন্যস্থান পূরণে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের সাবেক দুই কোচের নাম— জিনেদিন জিদান ও হোসে মরিনহো। ফরাসি ক্লাব নিসের কোচ ক্রিস্টোফার গালিতিয়েরও আছেন তালিকায়। টটেনহামকে বরখাস্ত হওয়ার এক মৌসুম পর ২০২১ সালে পিএসজিতে যোগ দেন পচেত্তিনো।
কিন্তু তিনিও ফরাসি দৈত্যদের তৃপ্ত করতে পারেননি। অথচ দলে পেয়েছিলেন মেসির মতো তারকাকে। তারপরও আর্জেন্টাইন কোচের অধীনে পিএসজি লিগ ওয়ান উদ্ধার করতে পারলেও ব্যর্থ হয় চ্যাম্পিয়নস লিগে।
রিয়াল মাদ্রিদের কাছে শেষ ষোলোর ফিরতি লেগে হেরে মেসি-নেইমারদের ঘরে ফিরতে হয়। পিএসজিকে ফ্রেঞ্চ কাপ এনে দিয়ে কোচিং ক্যারিয়ারের প্রথম শিরোপার স্বাদ পান পচেত্তিনো।
জয় করেন প্যারিসবাসীর মন। পরে জেতেন লিগ ওয়ান। কিন্তু ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট যে এনে দিতে পারেননি! প্যারিস বাস শেষে ফের ‘বেকার’ হয়ে গেলেন পচেত্তিনো।