অনলাইন ডেস্ক, ১২ জুন।। যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন কঠোর করার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে; যাতে ১০ হাজার লোক জড়ো হয়েছে। সমাবেশে শত শত প্রতিবাদকারীকে অস্ত্রের বিরুদ্ধে ‘আমি গুলি থেকে মুক্তি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিবাদকারীদের সমর্থন জানিয়ে কংগ্রেসকে অস্ত্র নিরাপত্তা আইন পাস করার আহ্বান জানিয়েছেন।
যদিও বন্দুক আইন পরিবর্তনের এই সুযোগ রিপাবলিকানদের বাতিল করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ মে টেক্সাসে একটি স্কুলে ঢুকে এক কিশোর ১৯ জন শিশু শিক্ষার্থী ও দুই শিক্ষককে গুলিবর্ষণ করে হত্যা করেছে। তার আগে বাফেলোতে একটি শপিংমলে ঢুলে ১০ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এরপর থেকেই অস্ত্র নিয়ন্ত্রণে আইন করার দাবিতে দেশব্যাপী আন্দোলন জোরদার হয়েছে।
শনিবার বন্দুক নিরাপত্তা গ্রুপ নামে একটি দল ‘মার্চ ফর লাইফ’ জানিয়েছে, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস এবং শিকাগোসহ দেশব্যাপী ৪৫০টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটি বলছে, এই রাজনীতিবিদদের আরামে থাকতে দেওয়া যাবে না কারণ মানুষ মারা যাচ্ছে।
মার্চ ফর আওয়ার লাইফস বলছে, রাজনীতিবিদদের নিষ্ক্রিয়তার কারণেই আমেরিকানরা মরছে।
সংগঠনটির বোর্ড সদস্য ত্রেভন বোসলে এক বিবৃতিতে বলেন, মানুষ যখন ক্রমাগত মারা যাচ্ছে আমরা আরামে থাকতে দিতে পারি না। গত ১৪ মে বাফেলোতে শপিংমলে গুলিতে নিহত হন ৮৬ বছরের নারী। তার ছেলে গার্নেল হোয়াইটফিল্ড নিউইয়র্কের সমাবেশে বলেন, আমরা বিচারের দাবিতে এখানে জড়ো হয়েছি।
যারা যুক্তিপূর্ণ বন্দুক আইনের দাবিতে যথেষ্ট সাহসী ভূমিকা রাখছে তাদের সমর্থন জানাতে আমরা এখানে এসেছি। মার্চ ফর ওয়ার লাইফস’ এর আরেক নীতিনির্ধারক আক্রমণাত্মক অস্ত্র নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। যারা বন্দুক ক্রেতাদের সর্বজনীন তথ্য যাচাই করা এবং বন্দুক মালিকদের রেজিস্ট্রার করার জন্য জাতীয় লাইসেন্স পদ্ধতি চালু করারও দাবি জানান তিনি।