স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১০ জুন।। পানীয় জলের দাবিতে সোনামুড়া- আগরতলা সড়ক অবরোধ করে রাঙ্গামাটি গ্ৰাম পঞ্চায়েত এলাকার মহিলারা।
অবরোধের জেরে রাস্তার দুইদিকে গাড়ির লাইন পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।
পরে প্রশাসনের কর্মকর্তারা সেখানে গিয়ে কোনরকম বুঝিয়ে অবরোধ আন্দোলন প্রত্যাহার করিয়েছে। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গায় পানীয়জলের তীব্র সংকট দেখা গিয়েছে।
পানীয়জল না পেয়ে অবরোধ আন্দোলন সংগঠিত করার ট্রেডিশন চলছে। প্রশ্ন হচ্ছে জলজীবন মিশন প্রকল্পে কোথায় কি কাজ হচ্ছে।