অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। বলিউড অভিনেত্রী কাজলের ঝুলিতে রয়েছে অসংখ্যা হিট সিনেমা। এবার তিনি জুহুর অনন্যা ভবনে দুটি অ্যাপার্টমেন্ট কিনে আলোচনায় এলেন।
ভবনটির দশম তলায় নিয়েছেন ফ্ল্যাট দুটি। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এ বছরের জানুয়ারিতে ফ্ল্যাট দুটি কিনেছেন কাজল। দুটি সম্পত্তির মূল্য প্রায় ১২ কোটি টাকা। উভয় ফ্ল্যাটটি প্রায় ২০০০ বর্গফুট।
নতুন বিল্ডিংটি কাজলের বর্তমান বাংলো শিব শক্তির কাছাকাছি অবস্থিত। কাজলকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল ‘ত্রিভাঙ্গা’ সিনেমায়।
রেনুকা শাহানে পরিচালিত এ ছবিটি দিয়ে অভিনেত্রী প্রথমবার নেটফ্লিক্সে আত্মপ্রকাশ করেন। তানভি আজমি এবং মিথিলা পালকারের সাথে কাজল অভিনীত সিনেমাটি গত বছরের জানুয়ারিতে মুক্তি পায়।
এরই মধ্যে নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন কাজল। রেবতী পরিচালিত সিনেমাটির নাম ‘সালাম ভেঙ্কি’।