Rahul Gandhi: টানাপোড়েনের মধ্যেই রাহুল গান্ধী ঘোষণা করলেন কংগ্রেস কাকে মুখ্যমন্ত্রীর পদে ভাবছে

অনলাইন ডেস্ক, ৭ ফেব্রুয়ারী।। নির্বাচন নিয়ে এখন রীতিমতো তপ্ত পাঞ্জাব (Punjab Election)। মুখ্যমন্ত্রীর গদিতে কে বসবেন, তা নিয়ে চলছে জোর তরজা। এই টানাপোড়েনের মধ্যেই রাহুল গান্ধী ঘোষণা করলেন কংগ্রেস কাকে মুখ্যমন্ত্রীর পদে ভাবছে। দল ক্ষমতায় এলে চিরঞ্জিত সিং চান্নিকে মুখ্যমন্ত্রীর কুরসিতে বসানো হবে বলে ঘোষণা করেছেন রাহুল গান্ধী।

কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল IVR (Interactive Voice Response) এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। এরপরই রবিবার রাহুল গান্ধী চিরঞ্জিত সিং চান্নির নাম ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করার পর তিনি বলেছেন, জনতার মতামত নিয়েই চান্নির নাম ঘোষণা করা হয়েছে। দল চায় পাঞ্জাবে এমন কেউ মুখ্যমন্ত্রী হোক যিনি নিম্নবিত্ত মানুষের চাহিদার কথা বুঝতে পারবেন।

চান্নি দরিদ্র পরিবারের সন্তান। তিনি খুব ভালোভাবে দারিদ্রের কষ্ট বোঝেন। তাছাড়া তিনি পাঞ্জাবের ভূমিপুত্র। মন থেকে তিনি পাঞ্জাবি। তাঁর শরীরে পাঞ্জাবির রক্ত বইছে। তাই সবদিক বিবেচনা করে তাঁর নামই পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।নাম ঘোষণার পর রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন চিরঞ্জিত সিং চান্নি। তিনি বলেছেন, তাঁর জন্যই এক দরিদ্র পরিবারের সন্তান মুখ্যমন্ত্রী হতে পারল।

এছাড়া তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বলেছেন, তিনি একা লড়াই করতে পারতেন না। তাঁর একার এই সাহস বা টাকা ছিল না। সবার সাহায্য ছাড়া এই কাজ কখনই সম্পন্ন হত না। পাঞ্জাবের মানুষ এই লড়াই লড়েছেন। প্রসঙ্গত, পাঞ্জাবের কংগ্রেস চিফ নভজোত সিং সিধুুকেই মুখ্যমন্ত্রীর পদে অনেকে ভেবেছিলেন। কিন্তু রাহুল গান্ধী সেই সম্ভাবনার কথা উড়িয়ে দেন।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?