অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারী।। ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হার্জগ ফেব্রুয়ারিতে ইস্তাম্বুল সফর করবেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান।
এ সফরকে ইহুদি এ রাষ্ট্রের সাথে সম্পর্ক পুন:স্থাপনের একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপি’র।
বুধবার তুর্কি চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে এরদোগান বলেন, ‘এই সফরের মধ্যদিয়ে তুরস্ক ও ইসরাইলের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।’
এরদোগান আরো বলেন, তিনি ‘সার্বিক ক্ষেত্রে ইসরাইলের দিকনির্দেশনা অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণে প্রস্তুত রয়েছেন। ’
এর আগে গত সপ্তাহে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে ফোনে কথা বলেন। ২০০৮ সালের পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর যোগাযোগ হয়েছে।
গত দুই বছর ধরে এরদোগান ইসরাইলের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এরদোগানের পরিবর্তনশীল আচরণ এবং ফিলিস্তিনকে সমর্থন করার জন্য আঙ্কারার সঙ্গে সম্পর্ক শিথিলে দ্বিধায় রয়েছে ইসরাইল।