অনলাইন ডেস্ক, ২০ জানুয়ারি।। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার জানান, তিনি যদি ২০২৪ সালে আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসই তার রানিং মেট হবেন।
প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হ্যারিস সম্পর্কে বাইডেন বলেন, ‘তিনিই আমার রানিং মেট হতে চলেছেন। ’
গত ডিসেম্বরের মাঝামাঝিতে হ্যারিস বলেছিলেন, তিনি ও বাইডেন এখনো ২০২৪ সালের নির্বাচন নিয়ে আলোচনা করেননি।
তবে নানা জল্পনা-কল্পনার মধ্যে যদি বাইডেন আবার না দাঁড়াতে চান, তবে তিনিও প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
৭৯ বছর বয়সী বাইডেনের আবার নির্বাচন করার সম্ভাবনা কতটুকু— ওয়াল স্ট্রিট জার্নালের এ প্রশ্নের উত্তরে কমলা হ্যারিস বলেন, ‘আমি এ বিষয়ে ভাবছি না বা আমরা এ সম্পর্কে কোনো কথা বলিনি। ’
যুক্তরাষ্ট্রে ইতিহাসে হ্যারিস প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও এশিয়ান আমেরিকান ব্যক্তি যিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তাই প্রাথমিকভাবে তাকেই বাইডেনের উত্তরসূরি বলে মনে হয়েছিল।
হ্যারিসকে সমর্থন করে বুধবার বাইডেন বলেন, ‘আমি তাকে দায়িত্ব দিয়েছিলাম। আমি মনে করি তিনি খুব ভালো কাজ করছেন। ’