অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারি।। টিনেজ সুপারহিরো স্পাইডার ম্যানের সর্বশেষ ছবি ‘নো ওয়ে হোম’ বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে। ২০ কোটি ডলারের বিপরীতে আয় করেছে ১৪০ কোটি ডলারের বেশি। ভেঙে দিয়েছে অনেক রেকর্ড।
স্পাইডিকে নির্মিত আগের দুই সিরিজের তারকা অ্যান্ড্রু গারফিল্ড-টবি মাগুইরেও হাজির ছিলেন এ ছবিতে।
তবে সিনেমাটি নিয়ে তারা বরাবরই নিশ্চুপ ছিলেন। নীরবতা ভেঙে অ্যান্ড্রু সম্প্রতি জানিয়েছেন, লোক চক্ষুর আড়ালে ‘নো ওয়ে হোম’ দেখতে গিয়েছিলেন তারা।
ছবিতে পিটার পার্কারকে সাহায্য করতে অন্য বিশ্ব থেকে এসেছিল অ্যান্ড্রু ও টবি। তাদের উপস্থিতি ‘নো ওয়ে হোম’-এ যোগ করেছে নতুন মাত্রা।
কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে অ্যান্ড্রু গরফিল্ড জানান, টবির সঙ্গে হলে ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ দেখতে গিয়েছিলেন তিনি এবং সেটা কেউ বুঝতেও পারেননি।
তিনি বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারি না এমনটা আমরা করতে পেরেছি। মুক্তির দিনই সিনেমা হলে ঢুকেছিলাম। বেসবলের টুপি পরেছিলাম মাথায়। মুখে মাস্ক ছিল।
টবিও আমার সঙ্গে ছিল। সিনেমা হলে ঢুকে কাউকে জানতে দিইনি যে আমরা এসেছি। কিন্তু এখন বলছি, এমনটা ঘটেছে। দারুণ মজা পেয়েছি। টবির সঙ্গে অদ্ভুত ভ্রাতৃত্ব অনুভব করি আমি। ’