অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। মৌসুমি শ্রমিকদের জন্য অস্থায়ী ভিসা স্কিমের মেয়াদ ২০২৪ সালের শেষ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। শুক্রবার(২৪ ডিসেম্বর)দ্যা ইকোনোমিকস টাইমস পত্রিকার একটি প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।
যুক্তরাজ্য সরকার বলছে, আগামী বছর ফুল, ফল ও সবজি তোলার কাজের জন্য ৩০ থেকে ৪০ হাজার শ্রমিককে ছয় মাসের ভিসা দেওয়া হবে। ২০২৩ সাল থেকে এ কোটায় শ্রমিকের সংখ্যা কমিয়ে আনা হবে।
সরকার বলছে, এ স্কিমে পরিবর্তন আনা হচ্ছে যাতে চাকরি দাতারা ন্যূনতম একটা মজুরি প্রদান করেন।
২০২৩ সালের শুরুর দিক থেকে ভিসার সংখ্যা কমিয়ে আনার কথা উল্লেখ করে সরকার আরও বলছে, এসব খাতে বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
কৃষিসহ যেসব খাতে মজুরির হার কম সেসব খাতে যুক্তরাজ্য যে বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীল ব্রেক্সিটের পর তা স্পষ্ট হয়ে ওঠে। আর ওই বিষয়টা সামনে রেখেই ২০১৯ সালের মার্চে ইইউয়ের বাইরে থেকে শ্রমিক নিয়োগে পরীক্ষামূলক একটি স্কিম হাতে নেওয়া হয়।
৩০ হাজার ভিসা বাকি থাকতে গতবছরের ডিসেম্বরে এর মেয়াদ বাড়ানো হয়।
চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার ঘোষণা দিয়েছিল, ট্রাক চালক ও পোল্ট্রিতে কাজের জন্য ১০ হাজার ৫০০ জনকে তিন মাসের ভিসা দেওয়া হবে। ট্রাক চালক সঙ্কটে ওইসময় দেশটিতে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছিল।