অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। কারিনা কাপুর খান ও অমৃতা আরোরার করোনার খবর সামনে এসেছে সোমবার। এবার জানা গেল ভাইরাসটির কবলে পড়েছেন দুই বান্ধবীর কাছের মানুষ মাহিপ কাপুর ও সীমা খান।
পেশায় জুয়েলারি ডিজাইনার মাহিপ অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী। অন্যদিকে ফ্যাশন ডিজাইনার সীমা খান সোহেল খান পত্নী।
দুজনেরই দেখা মিলেছে নেটফ্লিক্সের ‘দ্য ফাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইফস’ সিরিজে।
মাহিপের কভিড আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন স্বামী সঞ্জয় কাপুর। তিনি বলেন, ‘হ্যাঁ, মাহিপের কভিড রিপোর্ট পজিটিভ, হালকা উপসর্গ রয়েছে। এই মুহূর্তে ও হোম-আইসোলেশনে রয়েছে’।
সীমা খানই সবার আগে কভিড আক্রান্ত হন। সে কথা না জেনেই করণ জোহরের পার্টিতে হাজির হয়েছিলেন তিনি। আর ৮ ডিসেম্বরের ওই পার্টিতে গিয়েই করোনা আক্রান্ত হন কারিনা-অমৃতা।
সীমারও কভিডের সামন্য উপসর্গ রয়েছে। গত ১১ ডিসেম্বর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
এরপর কভিড পরীক্ষা করান কারিনা, অমৃতারাও।
করণ জোহরের ওই পার্টিতে উপস্থিত ছিলেন মালাইকা আরোরা, আলিয়া ভাট, অর্জুন কাপুররাও। তিনজনই এর আগে করোনার কবলে পড়েছেন।
করোনাবিধি ভেঙে একাধিক পার্টি করেছেন কারিনারা, এমন অভিযোগ আগেই এনেছে বৃহন্মুম্বাই পৌরসভা। কভিড আক্রান্ত করিনা সঠিক তথ্য দিচ্ছেন না, এমন অভিযোগও আনা হয়েছে। ইতিমধ্যেই সাইফ-কারিনার বাড়ি সিল করেছে পৌরসভা। মঙ্গলবার বাড়ি স্যানিটাইজেশনও করছে তারা।