স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ৯ ডিসেম্বর|| কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ নবনির্বাচিত সদস্যরা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন। বৃহষ্পতিবার অনুষ্ঠিত হলো কুমারঘাট পুর পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান। অনুষ্ঠানে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান সহ পনেরোজন পুর কাউনসিলারদের শপথ বাক্য পাঠ করান কুমারঘাটের ভারপ্রাপ্ত মহকুমা শাসক প্রদীপ রিয়াং।উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মন্ত্রী ভগবান চন্দ্র দাস,ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস,কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারমেন হেপি দাস সহ মহকুমা প্রশাসনের কর্মকর্তারা। এদিন পুর পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেন বিশ্বজিত দাস এবং পবন পাল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভগবান দাস কুমারঘাটের পুর নির্বাচনে মনোনিত প্রার্থীদের জয়ী করার জন্য পুরবাসীদের ধন্যবাদ জানান। পাশাপাশি নবনির্বাচিত সদস্যদের নিষ্ঠার সাথে পুরবাসীর স্বার্থে কাজ করার পরামর্শ দেন।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পূর্বতন সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। পাশাপাশি নবগঠিত পুর বোর্ডের তৎপরতায় কুমারঘাট পুর এলাকার উন্নয়নমূলক কাজের গতি তরান্বিত হবে বলে আশা ব্যক্ত করেন।শপথ গ্রহন শেষে কুমারঘাট পুর পরিষদের অফিসে গিয়ে নিজেদের আসন গ্রহন করেন পদাধিকারীরা। পাশাপাশি মহকুমা প্রশাসনের তরফ থেকে তাদেরকে শুভেচ্ছাও জানান মহকুমা প্রশাসনের আধিকারিকরা।কুমারঘাটে নতুন পুর কর্তাদের তৎপরতায় শহরের উন্নয়নমূলক কাজ আরো এগিয়ে যাবে বলে আশাবাদী কুমারঘাট পুর এলাকার বাসিন্দারা।