Taiwan: তাইওয়ান ইস্যুতে জাপানি রাষ্ট্রদূতকে চীনের তলব

অনলাইন ডেস্ক, ৩ ডিসেম্বর।। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি বৈঠকের জন্য পেইচিংয়ে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে। তাইওয়ান নিয়ে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মন্তব্যের পর চীন এ পদক্ষেপ নিল বলে জানিয়েছে আল-জাজিরা।চীন তাইওয়ানে আক্রমণ করে বসলে যুক্তরাষ্ট্র কিংবা জাপান দাঁড়িয়ে থাকবে না বলে গত বুধবার মন্তব্য করেছিলেন শিনজো আবে। আবের এ মন্তব্য ভুল এবং চীন ও জাপানের মধ্যকার সম্পর্কের মৌলিক নীতিবিরোধী আখ্যা দিয়েছেন চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনিং।

চীনে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিদেও তারুমির সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।বিবৃতিতে হুয়া চুনিংয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আবের মন্তব্য প্রকাশ্যেই চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে এবং তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিকে নির্লজ্জভাবে সমর্থন জুগিয়েছে। চীন এর ঘোর বিরোধিতা করছে।

’গতকাল বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত তলবের বিষয়ে জানতে চাওয়া হলে দেশটির মন্ত্রিসভার মুখ্য সচিব হিরোকাজু মাতসুনো বলেন, ‘চীনের এ পদক্ষেপের বিষয়ে জাপান সহমত নয়। কারণ সরকারে না থাকা ব্যক্তির কোনো মন্তব্য নিয়ে জাপান সরকারের কিছু বলার এখতিয়ার নেই।’ তিনি আরও বলেন, ‘রাষ্ট্রদূত তারুমি বলেছেন, ‘চীনের বোঝা দরকার যে, জাপানে অনেক মানুষ আছেন যারা এ ধরনের মত পোষণ করেন।

আর জাপান এ ধরনের বিষয়ে চীনের একপক্ষীয় দৃষ্টিকোণ মেনে নিতে পারে না।’গত বুধবার তাইওয়ানি থিংক ট্যাংক ‘ইনস্টিটিউট ফর ন্যাশনাল পলিসি রিসার্চ’ আয়োজিত ফোরামে অনলাইনে যোগ দিয়ে জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবে বলেন, জাপানের সেনকাকু দ্বীপপুঞ্জ (এটিকে দিয়াওয়ু দ্বীপপুঞ্জ বলে চীন), সাকিশিমা দ্বীপপুঞ্জ ও ইয়োনাগুনি দ্বীপ তাইওয়ান থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। তাইওয়ানে একটি সশস্ত্র আক্রমণ জাপানের জন্যও একটি মারাত্মক বিপদ হয়ে উঠতে পারে।গত বছর জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শিনজো আবে। দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সবচেয়ে বড় অংশের প্রধান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?