অনলাইন ডেস্ক, ৬ নভেম্বর।। সুপার টুয়েলভে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ভারত। প্রথম দুই ম্যাচে হারায় সেমিফাইনালে যাওয়াটাও শঙ্কায় পড়ে গিয়েছিল তাদের।
অবশ্য এখনো সেই ঝুঁকি কাটেনি টিম ইন্ডিয়ার। তবে আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে খেলার আশা এখনো বাঁচিয়ে রেখেছেন বিরাট কোহলিরা।
কিন্তু রবিবার নিউজিল্যান্ড যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তবে সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে তাদের।
এদিকে, আফগানদের ৬৬ রানে হারানোর পর শুক্রবার স্কটিশদের ৮ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। এই বড় জয়ে নেট রানটা বাড়িয়ে নিল তারা। রানরেটে রবি শাস্ত্রীর দল টপকে গেছ নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে।
সুপার টুয়েলভের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে নামিবিয়ার। তার আগে স্কটিশদের বিপক্ষে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী রবীন্দ্র জাদেজা। ৩২ বছর বয়সী অলরাউন্ডারের বিশ্বাস, টিম ইন্ডিয়াকে কেউ হারাতে পারবে না।
স্কটল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জাদেজা। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
স্কটিশদের বিপক্ষে বড় জয়ের পর জাদেজা বলেন, ‘আমরা জানতাম নেট রানরেটে উন্নতি করতে হলে আমাদের বড় ব্যবধানে জিততে হবে। তাই আমরা শতভাগ দিয়েছি। আমরা যদি এভাবে খেলি তবে কেউ আমাদের হারাতে পারবে না। টি-টোয়েন্টি ফরম্যাটে আমাদের এভাবেই খেলতে হবে। ’