অনলাইন ডেস্ক, ৬ নভেম্বর।। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারায় সেমিফাইনালে যাওয়াটায় এখন শঙ্কার মুখে ভারতের।
অবশ্য শেষ চারে খেলার আশা তারা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে। আর শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতেই হবে টিম ইন্ডিয়ার।
কিন্তু তাতেও কী সেমির টিকিট নিশ্চিত হবে ভারতের। তার জন্য কোহলি-রোহিতদের তাকিয়ে থাকতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিকে।
কিউইরা জিতলে নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে ভারতের জন্য। আর আফগানরা জিতলে আশা বেঁচে থাকবে টিম ইন্ডিয়ার। সেক্ষেত্রে তারা নামিবিয়াকে হারালে বসতে হবে নেট রানরেটের হিসেব নিয়ে।
নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারতের পয়েন্ট হবে সমান ৬। তখন নেট রানরেটে যারা এগিয়ে থাকবে তারাই ‘বি’ গ্রুপ থেকে রানার-আপ হয়ে সুযোগ পাবে সেমিতে খেলার। স্কটিশদের হারিয়ে সেই হিসেবে অবশ্য এগিয়ে আছে ভারত।
স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ৩৯ বলে জিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন ম্যাচসেরা হওয়া রবীন্দ্র জাদেজা। ৩২ বছর বছর বয়সী অলরাউন্ডাকে জিজ্ঞেস করা হয়েছিল, নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান না জিতলে কী করবে ভারত।
প্রশ্নটা শুনে উত্তরটা মজার ছলেই দিলেন জাদেজা, ‘তাহলে আর কী! ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাব’।