অনলাইন ডেস্ক, ৬ নভেম্বর।। তাইওয়ানেরক কট্টর স্বাধীনতাপন্থী রাজনীতিবিদদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করে চীন বলেছে যে, তারা তাইওয়ানের বেশ কয়েকজন রাজনীতিবিদকে চীনের মূল ভূখণ্ডে আর প্রবেশ করেত দেবে না, তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সম্প্রতি বেইজিং এবং তাইপেইয়ের মধ্যে উত্তেজনা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।
চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে এবং বলে যে, প্রয়োজনে বল প্রয়োগ করে একদিন তা দখল করা হবে।
শুক্রবার চীনের রাজধানী বেইজিং-এ তাইওয়ান বিষয়ক অফিস থেকে এই বলে সতর্ক করা হয় যে, ‘মূল ভূখণ্ড তাইওয়ানের স্বাধীনতাকামীদেরকে আইন অনুযায়ী অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য দায়বদ্ধ করবে, যা আজীবনের জন্য কার্যকর হবে’।
মুখপাত্র ঝু ফেংলিয়ানের বিবৃতিতে তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং-চ্যাং, পার্লামেন্টের স্পিকার ইউ শাই-কুন এবং পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উকে সংখ্যালঘু স্বাধীনতাকামীদের কয়েকজন বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও জানানো হয় যে, বেইজিং তাদের এবং তাদের পরিবারের সদস্যদের চীনের মূল ভূখণ্ড, হংকং বা ম্যাকাওতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
তাদের সহযোগীদেরও চীনের মূল ভূখণ্ডের সংস্থা এবং ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ সীমাবদ্ধ করা হবে।
চীন সম্প্রতি তাইওয়ানের উপর চাপ বাড়িয়েছে। গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে চার দিনে তাইওয়ানের প্রতিরক্ষা সীমানার মধ্যে প্রায় ১৫০টি যুদ্ধবিমান পাঠিয়েছিল চীন। তারপর থেকেই অঞ্চলটিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে।